শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় জিম্মি ৩০টি পরিবার

বাড়ির প্রবেশপথে বেড়া দেওয়ায় জিম্মি ৩০টি পরিবার

১১ Views
পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলের কপূরকাঠি গ্রামের দুটি বাড়ির প্রবেশ পথে বেড়া দেওয়ায় অন্তত ৩০ পরিবার জিম্মি হয়ে পড়েছে। জিম্মি দশা থেকে মুক্তির দাবিতে গতকাল বুধবার ভুক্তভোগী পরিবারগুলো বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাউফর উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৫নং ওয়ার্ডের কপূরকাঠি গ্রামের আবদুস সালাম মুন্সি ও আবদুল হক বেপারি বাড়িতে প্রবেশের জন্য রাস্তা নির্মাণ করে দেওয়া হয়। প্রায় এক মাস আগে প্রতিবেশী বারেক মোল্লার ছেলে কবির মোল্লা বেড়া দিয়ে ওই প্রবেশ পথ আটকে দেন। ফলে আবদুস সালাম মুন্সি ও আবদুল হক বেপারিবাড়ির পরিবার জিম্মি হয়ে পড়ে।
আল আমিন বেপারি বলেন, কবির মোল্লা প্রবেশ পথে বেড়া দেওয়ায় আমরা খালের ওপর সাঁকো তৈরি করে চলাফেরা করছি। ঘৃণিত এই কাজের বিচার চেয়ে পাচ্ছি না। আমরা বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করার পর তারা সালিশবৈঠক আহ্বান করেন। কিন্তু কবির মোল্লা ওই সালিশবৈঠকে উপস্থিত হননি।
বিষয়টি স্বীকার করে কালাইয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার কবির গাজী বলেন, উভয় পক্ষকে একাধিকবার ডেকেছি, কিন্তু কবির মোল্লা আসেন না। ইউনিয়ন পরিষদের অর্থায়নে ওই বাড়ির প্রবেশ পথে রাস্তা নির্মাণ করা হয়েছে। এখন রাস্তাটি আটকে দেওয়ায় ভোগান্তির শিকার হচ্ছে পরিবারগুলো।
এব্যাপারে কবির মোল্লা বলেন, আমার সম্পত্তির ওপর রাস্তা নির্মাণ করা হয়েছে। এ জমি আমার। তাই আমার জমিতে আমি বেড়া দিয়ে আটকে দিয়েছি।
এবিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Share This

COMMENTS