মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলার-লালমোহনে জমি দখলের অভিযোগে সংবাদ সন্মেলন

ভোলার-লালমোহনে জমি দখলের অভিযোগে সংবাদ সন্মেলন

৩৮ Views

ভোলা প্রতিনিধি ;; ভোলার লালামোহনে এক অসহায় পরিবারের ভোগ দখলীয় জমি যবর দখল করে নিচ্ছে এলাকার একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র। বাঁধাদিতে গেলে ভূক্তভোগীদের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে, এর প্রতিবাদে বুধবার (৬ নভেন্বর) দুপুরে ভোলা একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেছেন ভুক্ত ভুগি পরিবার।
লিখিত বক্তব্যে ভুক্তভুগিরা জানান, লালামোহন উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ ২নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হোসেন হরিগঞ্জ মৌজায় পৈত্রিক ও ক্রয় সুত্রে জমির মালিক হয়ে, জমির সকল কাগজ পত্র ঠিক রেখে, দীর্ঘ দিন যাবৎ ঘর-দরজা, পুকুর ও বাগান-বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলো। কিছু দিন পূর্বে মোহাম্মদ হোসেনের ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা আবুল কালাম, ভুট্টু ও জাকির হাওলাদারসহ একটি ভুমিদস্যু চক্রের। বিগত দিনে এ চক্রের লোকেরা মোহাম্মদ হোসেনের পরিবারকে এলাকা ছাড়া করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই এ পরিবারটিকে উৎখাত করতে না পেরে বর্তমানে সন্ত্রাসীরা মোহাম্মদ হোসেনের বাড়ির সামনের জমিতে জোড় পূর্বক দোকান নির্মানের কাজ শুরু করে। অন্যদিকে তারা মোহাম্মদ হোসেনের দীর্ঘ দিনের ভোগ দখলীয় বাগানের ৩ লক্ষাধিক টাকার গাছ ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের এসব অন্যায় কাজের বাঁধা দিতে এলে তারা মোহাম্মদ হোসেনের মা শরীফ জান বিবি ও তার ভাগিনা মামুনের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। এ ব্যাপারে আহত মামুন বাদী হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেণ ভুক্তভুগিরা। অন্যদিকে ভূমিদস্যু চক্রের লোকেরা ওই এলাকার সেতারা বেগম নামে এক নারীকে বাদী করে মামুন গংদের বিরুদ্ধে লালমোহন থানায় একটি মিথ্যা মমলা দায়ের করে। ওই মামলায় মামুনদের পক্ষের একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এসকল সন্ত্রাসী কাজে নেতৃত্ব দিচ্ছেন, দুদকে কর্মরত প্রভাবশালী কর্মকর্তা মিজানুর রহমান কামাল, স্থানীয় হান্নান মাষ্টার ও কালাম সরকার। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী পরিবার।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেণ। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share This