বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আটক

সাবেক খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আটক

১,০৪৩ Views

নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর (গোয়েন্দা) পুলিশ।

ডিবির এক কর্মকর্তা তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সাধন চন্দ্র মজুমদার ছাত্রলীগ দিয়ে শুরু  রাজনীতির হাতেখড়ি। এর পরে সাবেক এমপি আব্দুল জলিল এর পাটের গুদামে ম্যনেজার হিসাবে কর্মরত ছিলেন। আব্দুল জলিল এর হাত ধরে শুরু হয় হাজিনগর ইউপি চেয়ারম্যান এরপর নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান এবং ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। খাদ্য মন্ত্রী ও তার ভাই মনোরঞ্জন মজুমদার সহ পরিবারের সকলে মিলে সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে বেশ কয়েকটি মামলাও হয়েছে।

৫ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

Share This