রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস স্যারের কাছে খোলা চিঠি

মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস স্যারের কাছে খোলা চিঠি

৯৭ Views

দেশের উন্নয়নের তালিকা শক্তি বৃহত্তর নোয়াখালীবাসী বিগত ক্ষমতাসীন দলের উদাসীনতায় অবহেলিত।
বৃহত্তর নোয়াখালীর সার্বিক উন্নয়নে আমাদের ১৭টি প্রাণের দাবিসূহ: –
দেশের ৭তম বিভাগীয় শহরের অন্যতম দাবীদার ছিল নোয়াখালী। রংপুর ও ময়মনসিংহকে ঘোষনা দেওয়ায় আমরা বঞ্চিত। রংপুর, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা সিটি কর্পোরেশন গঠনে অত্র অঞ্চলের বিগত ক্ষমতাসীন দলের নেতাদের অবদান অনস্বিকার্য। দুঃখ জনক হলে ও বিগত ক্ষমতাসীন দলের উদাসীনতায় আমরা মর্মাহত। অথচ এই বৃহত্তর নোয়াখালীবাসী ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের রাজস্ব বাদ দিলে দেশের অর্থনীতি অচল প্রায়। উন্নয়নে বৃহত্তর নোয়াখালীর অগ্রাধিকার সময়ের নায্য দাবী নিয়ে বৃহত্তর নোয়াখালীবাসীর কয়েকটি গুরুত্বপূণ দাবী পেশ করা হলো :
১। বৃহত্তর নোয়াখালীর জন্য বাসা-বাড়ীতে স্যাস পাইলাইল স্থাপন করা প্রয়োজন। অন্তর্র্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল শনিবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বর নগরের বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের খননকাজ পরিদর্শন করে।
২। বিভাগীয় শহরের সকল সুবিধাসহ নোয়াখালী কে বিভাগ ঘোষনা করতে হবে।
৩। ঢাকা-নারায়নগঞ্জ থেকে লালমাই দিয়ে লাকসাম হয়ে নোয়াখালী পর্যন্ত নতুন রেললাইনন নির্মান এবং ফেনী থেকে নোয়াখালীর চৌমুহনী হয়ে ল²ীপুর ও চাঁদপুর পর্যন্ত নতুন রেললাইন নির্মান করা প্রয়োজন।
৪। বৃহত্তর নোয়াখালীর রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসা-মক্তব ও মসজিদ মেরামত করা জরুরী প্রয়োজন ।
৫। নোয়াখালীতে সমুদ্রবন্দও নির্মাণ করতে হবে।
৬। নোয়াখালীর অর্থনৈতিক উন্নয়নে ই.পি.জেড গঠন করা এবং বিশেষ অর্থনৈতিক জোন গঠন করতে হবে ।
৭। নোয়াখালী ইরি-বোরো প্রজেক্ট চালু ও বাস্তবায়ন করতে হবে।
৮। নোয়াখালীতে একটি ক্যান্টানমেন্ট (সেনানিবাস স্থাপন ) চাই।
৯। নোয়াখালী টু কুমিল্লা-ঢাকা মহা-সড়কের উপর দোকান-পাট ও বিভিন্ন হাট-বাজার আছে, মহা-সড়কটিতে যানজটের চরমদূর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা, যাত্রীদের দূর্ভোগ দূর-করতে হবে ।
১০। নোয়াখালী টু কুমিল্লা-ঢাকা মহসড়কের উপর, লাকসাম উত্তর বাজার ও বিজয়পুর বাজারে রেলগেটে যানজট নিরসনে ফ্লাইওভার ব্রিজ আবশ্যক।
১১। কুমিল্লা বিশ্ব রোড হইতে লালমাই ও লাকসাম দিয়ে সোনাইমুড়ী-চৌমুহনী চৌরাস্তা হয়ে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত এবং ফেনী থেকে সেনবাগ রাস্তারমাথ দিয়ে বেগমগঞ্জ-চৌমুহনী চৌরাস্তা হয়ে ল²ীপুর-রায়পুর-রামগতি পর্যন্ত ৪ (চার) লেনের রাস্তা দ্রæত শেষ করা প্রয়োজন।
১২। একটি পূর্নাঙ্গ আবাসিক মহিলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করতে করা প্রয়োজন ।
১৩। ঢাকা টু নোয়াখালী রেলপথে নতুন আন্তর নগর ট্রেন সার্ভিস দ্রæত চালু করা প্রয়োজন ।
১৪। বৃহত্তর নোয়াখালীতে বন্যায় বাড়ি-ঘর হারানো/ক্ষতি হয়া মানুষগুলির পুনর্বাসন করা জরুরী প্রয়োজন ।
১৫। চৌমুহনী-চৌরাস্তাকে নোয়াখালী বিভাগীয় সদর করতে হবে।
১৬। একটি পূর্নাঙ্গ আবাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় করতে হবে।
১৭। প্রবাসীদের কল্যানার্থে একটি আন্তর্জাতিক বিমান বন্দর করতে হবে ।
বৃহত্তর নোয়াখালী এখন প্রগতির ধারায় ট্রেনে উঠেছে। নোয়াখালীবাসী গর্জে ওঠো। বৃহত্তর নোয়াখালী উন্নয়নের জন্য।

বার্তা প্রেরক
মোঃ গিয়াস উদ্দিন হৃদয়
অর্থ সম্পাদক
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্নয় কমিটি

Share This