শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বগুড়ার কাহালুতে মন্ডপে মন্ডপে চলছে পুজার প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

বগুড়ার কাহালুতে মন্ডপে মন্ডপে চলছে পুজার প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

১৩ Views

কাহালু (বগুড়া) প্রতিনিধি।।

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর ক,দিন বাদে শুরু হবে এ দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ভক্তকুলের পদচারণায় মুখরিত হয়ে উঠবে পূজা মন্ডপ গুলো। দুর্গাপূজা উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বগুড়ার কাহালুতে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ। শেষ মুহূর্তে প্রতিমা শিল্পীরা বিরামহীন কর্মযজ্ঞের মাধ্যমে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় দুর্গা দেবীকে ফুটিয়ে তুলছেন। একটুও ফুরসুত নেই তাদের। অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মন্ডপে মন্ডপে চলছে দেবীকে বরণ করে নেয়ার নানা সব প্রস্ততি। ২ অক্টোবর বুধবার হতে সূর্যোদয়ের সাথে সাথে চন্ডি পাঠের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যে আহবান জানিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হলেও চলতি মাসের ৯ তারিখ হতে মহাষষ্ঠীর দিনে ঢাক এবং কাঁসর বাজিয়ে দেবীর বোধনের মধ্য দিয়ে পূজার মুল আনুষ্ঠানিকতার উৎসব শুরু হবে। দেবীর আশীর্বাদ নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তকুল। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবীকে বিসর্জন দেয়ার মধ্যে দিয়ে শেষ হবে এ দুর্গাপূজার আনুমানিকতা। এদিকে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যদের নিয়ে নতুন কাপড় সহ প্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করতে বিপনী বিতান গুলোতে ছুটছেন তাঁরা। সম্পন্ন করছেন সকল প্রস্ততি। আসন্ন দুর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা, নির্বিঘ্নে, সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কাহালু উপজেলা প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্ততি গ্রহন করেছেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজা মন্ডপে নির্বিঘ্নে, সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে পূজা অনুষ্ঠানের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। অপরদিকে পূজা মন্ডপ গুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানে থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, আনসার ও গ্রাম পুলিশের সদস্যগন তৎপর থাকবেন বলে জানান কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ শাহীনুজ্জামান । তিনি জানান, এবার কাহালুতে পৌরসভায় ১টি ও ৯ টি ইউনিয়নে ২৬টি সহ মোট ২৭টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপ গুলো হলো (১)কাহালু উপজেলা কেন্দ্রীয় সনাতন সংঘ দুর্গা মন্ডপ, (২)গিরাইল রাধা গোবিন্দ দুর্গা মন্দির,(৩)কালাই কুমারপাড়া আদি মন্দির,( ৪)পিলকুন্জ পুরাতন সাবর্জনীন দুর্গা মন্দির, (৫)পিলকুন্জ নতুন সার্বজনীন দুর্গা মন্দির,(৬)কালাই পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির,(৭)কালাই দক্ষিণ হিন্দু পাড়া দুর্গা মন্দির,(৮)মুরইল সার্বজনীন দুর্গা মন্দির,(৯) মুরইল চাকীবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির,(১০)ডোমরগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির,(১১) মালিগাছা সার্বজনীন দুর্গা মন্দির,( ১২)যোগীর ভবন সার্বজনীন দুর্গা মন্দির, (১৩)পলি ভূগোইল আদি সার্বজনীন দুর্গা মন্দির, (১৪)পলি ভূগোইল সরকার বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির,(১৫)নারহট্র সার্বজনীন দুর্গা মন্দির, (১৬)কল্যাণপুর দক্ষিণ কালিবাড়ী সার্বজনীন দুর্গা মন্দির,(১৭)কল্যাণপুর পুরাতন সার্বজনীন দুর্গা মন্দির(,১৮)পিন্টিখুর সার্বজনীন দুর্গা মন্দির,(১৯) দুর্গাপুর সার্বজনীন দুর্গা মন্দির, (২০)দুর্গাপুর শীতলামাতা সার্বজনীন দুর্গা মন্দির,(২১)ধলাহার কালীবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির(,২২)ঢেকরা শিব দুর্গা মিলন মন্দির, (২৩)ছোট ঢেকরা সার্বজনীন দুর্গা মন্দির, (২৪) দেওগ্রাম সার্বজনীন দুর্গা মন্দির ,(২৫) খাড়িয়া নিসিন্দারা সার্বজনীন দুর্গা মন্দির(,২৭)সাতরুখা সার্বজনীন দুর্গা মন্দির,(২৭) ও বানিয়াদীঘি দুর্গা মন্দির। এসব পূজা মন্ডপে সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকবেন পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী। কাহালু উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অন্জন কুমার প্রাং জানান, দুর্গাপূজা অনুষ্ঠানে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করছি।

Share This