শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে পিসিপি’র মিছিল ও ছাত্র সমাবেশ

শিক্ষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে পিসিপি’র মিছিল ও ছাত্র সমাবেশ

Views

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি । মহান শিক্ষা দিবসে খাগড়াছড়িতে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা। আজ (১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি খাগড়াছড়ি বাস টার্মিনাল হয়ে খাগড়াছড়ি কলেজ গেইট প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ব্ক্তব্য রাখেন পিসিপিরজেলা সভাপতি শান্ত চাকমা ও সাংগঠনিক সম্পাদক তৃঞ্চাঙ্কর চাকমা।

বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে জেলা পরিষদের মাধ্যমে ঘুষ দিয়ে শিক্ষক নিয়োগ করা হয়েছে। এতে পাহাড়ের শিক্ষার মান এতই বেহাল হচ্ছে যে যার ফলে প্রাইমারি ও মাধ্যমিক লেভেল থেকে অনেক ছাত্র ঝরে পড়ছে। ৫ আগস্ট অভ্যুত্থানের পরও জেলা পরিষদ সমূহের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসন এখনো গ্রেফতার করেনি।

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, স্কুলে শপথবাক্য পাঠের মাধ্যমে উগ্র জাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠার ষড়যন্ত্র বাতিল করে মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং নতুন সংবিধান প্রণয়ন করে সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

Share This

COMMENTS