রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোরেলগঞ্জে এস এম কলেজ অধ্যক্ষ হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও ক্লাস বর্জন

মোরেলগঞ্জে এস এম কলেজ অধ্যক্ষ হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও ক্লাস বর্জন

২৮ Views
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি এস এম কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমান এর পদত্যাগের দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ক্লাস বর্জনের ডাক দিয়েছে সাধারন শিক্ষার্থীরা।
রবিবার (১৮আগস্ট) সকাল ০৯ টা থেকে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কার্যালয়ের সামনে পদত্যাগের দাবীতে ক্লাস বর্জন করে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।জানা যায়,কোটা সংস্কার আন্দোলনের সময়ে সরাসরি বিরোধিতা করেছেন সরকারি এসএম কলেজের ঐ অধ্যক্ষ হাফিজুর রহমান। তিনি প্রথমে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসতে নোটিশ দেন। তাতে কাজ না হওয়ায় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগ নেতাদের সহযোগিতা নেন বলেও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।এ বিষয়ে একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষক হাফিজুর রহমান সরকারী চাকরি করার পরেও আওয়ামিলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি শিক্ষার্থীদের জোড় করে রাজনৈতিক বিভিন্ন মিছিল মিটিং করাতেন তিনি। তার ভয়ে প্রতিষ্ঠানের কেউ মুখ খুলতে পারতো ন।তিনি  অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করতেন। তারা আরও জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারন শিক্ষার্থীরা যাতে আন্দোলন করতে না পারে সেজন্য তিনি কলেজ ছাত্রলীগ নেতাদের সাথে গোপন বৈঠক করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক দমিয়ে রাখতেন। তবে শিক্ষার্থীরা এতে রাজী না হওয়ায় শিক্ষার্থীদের উপর সন্তুষ্ট প্রকাশ করে।সরোজমিনে ঐ কলেজে জানা যায়,ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান ১৫ দিন যাবৎ কলেজে উপস্থিত হচ্ছেন না, তার দায়িত্বভার ঐ কলেজের সহকারী অধ্যাপক ছবীর আহমেদ আখন্দের নিকট হস্তান্তর করেছেন।পরে দায়িত্বশীল শিক্ষক ছবীর আহমেদ আখন্দ বিক্ষোভকারী শিক্ষার্থীদের থামিয়ে দিয়ে একটি লিখিত অভিযোগ কলেজ কতৃপক্ষের কাছে জমা দিয়ে যেতে বলেন।
Share This

COMMENTS