শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন    

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি এমপিওভূক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন    

২৩ Views

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বৈষম্য দূরীকরণে  বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকুরীজাতীয়করণের ৪ দফা দাবিতে   বাগেরহাটের  মোরেলগঞ্জে বেসরকারী এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা চাকুরী জাতীয়করণসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। কেন্ত্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ১২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষক-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ ড. মোহাম্মাদ রুহুল আমীন, অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, অধ্যক্ষ সাবিনা ইয়াসমীন, অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যাপক আব্দুল গনি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. ইউনুস আলী আকন, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ও প্রধান শিক্ষক পিযুষ কুমার সাহা।
বক্তারা বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয়করণ, সরকারি বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের জেলা শিক্ষা অফিস ও আঞ্চলিক অফিসের পদায়ন বাতিল, সেসিফ এর ১১৮৭ জনের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর ও জাতীয় শিক্ষা কমিশন গঠনের দাবি জানান।

Share This

COMMENTS