শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদের বকনা বিতরণ

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদের বকনা বিতরণ

৫৮ Views

তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে বকনা বাছুর ও বকনার উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বকনা বিতরণ করেন। বিনা মূল্যে বকনা বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো: গোলাম রাব্বানি, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: হাসান মাহমুদ, সমাজ সেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার মনিরুজ্জামান টকি, মৎস্য কর্মকর্তা শামিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের ৬৫জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নারী পুরুষ পরিবারের মধ্যে একটি করে বকনা বাছুর ও বকনার উপকরণ হিসেবে ঢেউটিন ও খুঁিটি সরবারহ করা হয়।

Share This