বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় মাহে রমজানের প্রথম দিনে ৪ ব্যবসায়ীর জরিমানা

বাঘায় মাহে রমজানের প্রথম দিনে ৪ ব্যবসায়ীর জরিমানা

১২ Views

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মুল্যের বাজার স্থীতিশীল রাখতে রোজার প্রথম দিন রাজশাহীর বাঘা বাজারে নেমেছিল ভ্রাম্যমান আদালত । রবিবার (২-মার্চ) উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সাবিহা সুলতানা যৌথ ভাবে এ অভিযান পরিচালনা করেন। এতে নানা অপরাধে চারজন ব্যবসায়ীর ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, রাজশাহীর বাঘা পৌর বাজারে রবিবার বিকেলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। এ সময় ম‚ল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের অপরাধে-সাজদার টের্ডাসের ৫০০ টাকা, হাবিবুর রহমানের মুদি দোকানে ২ হাজার টাকা, খাদেম আলীর মুরগীর দোকানে ৫০০ টাকা ও আশরাফুলের দোকানে ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
উপজেলা ভ্রাম্যমান অদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও উলে­খ করেন তিনি।একই কথা বলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সাবিহা সুলতানা ডলি ।
এদিকে উপজেলা ভ্রাম্যমান অদালতের অভিযান পরিচালনার খবর শুনে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাঘার সুশীল সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন, পবিত্র রামজান মাসে বাজার নিয়ন্ত্রন ও ভ্যাজাল খাবার বন্ধে প্রশাসনের নজর দারি একান্ত প্রয়োজন। তাঁরা এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Share This

COMMENTS