বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জাল ভ্রমণ কর কাটার অভিযোগে বেনাপোলে আটক ১

জাল ভ্রমণ কর কাটার অভিযোগে বেনাপোলে আটক ১

২৪ Views

ইয়ানূর রহমান : বেনাপোলে জাল ভ্রমণ কর কাটার অভিযোগে ট্রাভেল পয়েন্ট নামে  একটি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শামিম হোসেন (৩৬)কে কাস্টমস ও এপিবিএন পুলিশ যৌথভাবে আটক করেছেন। সোমবার (১০ই মার্চ) দুপুর ১ টায় প্যাসেঞ্জার  টার্মিনাল থেকে ভারতীয় যাত্রীর ভ্রমণ কর জালিয়াতির দায়ে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেন।

শামিম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের মোমিন চৌধুরীর ছেলে। এর আগেও তিনি জাল ভ্রমণ কর কাটার কারণে দুবার আটক হয়েছিলেন। ভারতীয় নাগরিক বেলাল আহমেদ (পাসপোর্ট নং- ৪৩৩৭০১২) জানিয়েছেন, তিনি বাংলাদেশে ঢাকার আশিয়ান কলেজে মেডিকেল পড়াশোনা করছেন। ঢাকা থেকে বেনাপোলে  এসে বেনাপোল ট্রাভেল পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠানে সরকারি ভ্রমণ কর
অনলাইনে জমা দেন। এরপর তিনি নিজ দেশে যাওয়ার সময় কাস্টমস চেকপয়েন্টে তার  ভ্রমণ কর জাল হিসেবে সনাক্ত হয়।

বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের পরিদর্শক সন্তু বিশ্বাস জানান, ভারতে যাওয়ার সময় বেনাপোল টার্মিনালের কাস্টমস তল্লাশি পয়েন্টে ওই যাত্রীর ভ্রমণ কর জাল প্রমাণিত হয়। পরে তিনি যাত্রীকে সঙ্গে নিয়ে কোথায় ভ্রমণ কর জমা দেয়া হয়েছে তা শনাক্ত করেন এবং বেনাপোল ট্রাভেল পয়েন্টের শামিম হোসেনের নাম উঠে আসে।
শামিম বিষয়টি স্বীকার করেন।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, শামিম হোসেনের বিরুদ্ধে কাস্টমস এবং এপিবিএন পুলিশ জাল ট্যাক্স কাটার অভিযোগে মামলা হয়েছে। তাকে যশোর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগেও শামিমের বিরুদ্ধে বেনাপোল
থানায় ভ্রমণ কর ফাঁকির অভিযোগে দুটি মামলা রয়েছে।#

Share This