
নারী ও শিশু ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

১৫ Views
পটুয়াখালী প্রতিনিধি।। “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই” স্লোগানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত ও দেশব্যাপী খুন, ডাকাতি এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দশমিনা উপজেলা পরিষদের সামনে সড়কে সচেতন শিক্ষার্থী ও নাগরিক সমাজের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে সদর ইউনিয়ন পরিষদ চত্তরে এসে শেষ হয়।
বানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী তানজিল আহমেদ রিডেন, সদস্য সচিব সালাহ উদ্দিন, কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিব, সদস্য সচিব হাসান জিদনি সহ উপজেলা ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকের পক্ষে সায়েম হোসেন, সাব্বির, সজল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন. দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্ত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনে রাস্ট্রীয় ব্যর্থতাকে দায়ি করা হয়। দেশে নারীরা বিশ্বব্যাপী শিক্ষা, সামাজিক উন্নয়ন, কৃষি উদ্যাক্তা, সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানে সমান ভাবে দেশের উন্নয়নে কাজ করে দেশের সন্মান উত্তর উত্তর বৃদ্ধির কাজে নিজেদের নিয়োজিত করে আসছেন।নারীরা প্রতিটি পদে পদে লাঞ্চিত ও ধর্ষিত হচ্ছে ওই সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবি জানান।