
নাটোরে ভুট্টা ক্ষেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৭৫ Views
নাটোর প্রতিনিধি ; নাটোরে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের নারায়ন কান্দি এলাকার ভেদরার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত মরদেহের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।
ওসি মাহবুর রহমান জানান, এলাকাবাসীর খবরে আজ সকালে শহরতলীর নারায়ন কান্দি এলাকার ভুট্টা ক্ষেতের মধ্যে থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মাথার পেছনে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, মরদেহের পরিচয় সনাক্তের পরে এবং মামলা দায়েরের পর তদন্ত সাপেক্ষে জানা যাবে এই হত্যাকাণ্ডের রহস্য। ঘটনাস্থলের কার্যক্রম শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।#