বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরলে ইট ভাটায় ভ্রাম্যামান আদালতের অভিযান

বিরলে ইট ভাটায় ভ্রাম্যামান আদালতের অভিযান

Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) : বিরলে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ১ টি ইটভাটার ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করতে পানি দিয়ে আগুন নেভানো হয়েছে এবং অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ও বিরল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ বিরলের বিজোড়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মেসার্স এনএসবি ইট ভাটার প্রোপাইটর মোঃ নজিবদ্দীনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধনী ২০১৯ এর ১৫ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা এবং পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন। অর্থদন্ড নগদ আদায় সাপেক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীরা সাথে সাথে পানি দিয়ে ভাটায় ইট প্রস্তুতের আগুন নেভান। এসময় সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহায়তা প্রদান করে।

Share This

COMMENTS