সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে বাসদের দাবী আদায়ের কর্মসূচি পালিত

সিরাজগঞ্জে বাসদের দাবী আদায়ের কর্মসূচি পালিত

Views

সিরাজগঞ্জ প্রতিনিধি   : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর সপ্তাহব্যাপী দাবী আদায়ের কর্মসূচি উপলক্ষে  রোববার (২৩ ফেব্রুয়ারী)  বিকেল ৪টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজারে বাসদ কৃষক ফ্রন্টের  ছোনগাছা শাখার সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়। জনগণের দাবী আদায়ের লক্ষ্যে ২২ হতে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে ছোনগাছা বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক নব কুমার কর্মকার, কৃষক ফ্রন্টের সহ সাধারন সম্পাদক এমদাদুল হক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস,সমাজতান্ত্রিক দল বাসদের বাগবাটী ইউনিয়ন শাখার আহবায়ক আবু সামা প্রমুখ। এসময় বক্তারা বলেন, জনগণের ক্রয় ক্ষমতার অনুকুলে রাখতে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। সিন্ডিকেট ভাঙ্গতে প্রদক্ষেপ গ্রহন করতে হবে। সারাদেশে নৈরাজ্যের অবসান, নারী ও শিশু  নির্যাতনরোধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবী করেন। উল্লেখ্য,২২ ফেব্রুয়ারী হতে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন হাট- বাজারে এ কর্মসূচি পালন করা হবে।

Share This

COMMENTS