সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

 বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষে নিহত ১

 বড়াইগ্রামে বিয়ে বাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষে নিহত ১

Views
নাটোর প্রতিনিধি  :  নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায়  কামাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। গত রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধলা মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কামাল ব্যাপারী উপজেলার একই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বড়াইগ্রাম উপজেলার ধলা মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে শনিবার রাতে সুমনের গায়ে হলুদের আয়োজন চলছিল। বাড়িতে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল। এ নিয়ে কথা কাটাকাটির জেরেপ্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল ব্যাপারী, শাজাহান ব্যাপারী ও শাহাদত ব্যাপারী বিয়ে বাড়িতে এসে কামাল বেপারীর ওপর হামলা চালায়। তখন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। এ বিষয়ে আইনগত কাজ চলছে।
Share This

COMMENTS