সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে   ৬ নারী পুরুষ  গ্রেপ্তার

সিরাজগঞ্জে হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে   ৬ নারী পুরুষ  গ্রেপ্তার

Views
সিরাজগঞ্জ প্রতিনিধি ::  সিরাজগঞ্জে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর রাতে শহরের বাজার স্টেশন এলাকার আরমান গেস্ট হাউজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। আটককৃত হলেন, সিরাজগঞ্জ পৌর একালার সয়াধানগড়া মধ্য পাড়া গ্রামের মৃত আজাহার
শেখের ছেলে মোঃ শাহাদত হোসেন সবুজ (২৯), সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারুটিয়া গ্রামের খলিল প্রামানিকের ছেলে মোঃ শাহিন ওরফে শামিম (৩৫), চর হরিপুর গ্রামের মৃত গাজী নজরুল ইসলামের ছেলে মোঃ দুলাল শেখ (৩৩), রাজশাহী জেলার শিরইল কলোনীর মৃত জাকির আলীর মেয়ে মোছাঃ শিমলা খাতুন (২৫), গোদাগাড়ী থানার ফকিরপাড়া গ্রামের মৃত আলিম হোসেনের মেয়ে মোছাঃ শাপলা খাতুন (৩৪), লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গোটামারী গ্রামের মোঃ দুলাল হোসেনের মেয়ে মোছাঃ দুলিফা বেগম আখি (২৯)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন আরমান গেষ্ট হাউজ আবাসিক হোটেলে কিছু লোকজন অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে শনিবার রাত সাড়ে ৩ টায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় তাদের আটক করা হয়। আসামীরা আরমান গেষ্ট হাউজ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ করার জন্য অবস্থান করছে বলে স্বীকার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে নারী-পুরুষকে গ্রেপ্তারের পরও থেমে নেই তাদের এই কার্যক্রম।#
Share This

COMMENTS