সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনবাগে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল দাগনভুঁইয়া তরুন সংঘ চ্যাম্পিয়ন

সেনবাগে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল দাগনভুঁইয়া তরুন সংঘ চ্যাম্পিয়ন

Views

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগে চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিজবাগ ইউনিয়নের কালিকাপুর মাঠে খেলাটি উদ্বোধন করেন লিলি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড চেয়ারম্যান জসিম উদ্দিন মিয়াজী। ফাইনাল খেলায় দাগনভুঁইয়া তরুন সংঘ জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন কে ০১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপ অর্জন করে।
এই উপলক্ষে বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খেলা কমিটির সভাপতি সেলিম উদ্দিন কাজলের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন রাজধানীর বাটারা মাদানী হসপিটালের চেয়ারম্যান, ফরাজী হাসপাতালের পরিচালক আলহাজ্ব মোঃ মাইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট গিয়াস উদ্দিন, দাগনভ‚ঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন, সেবারহাট বাজার কমিটির সভাপতি আবুল বাহার,বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ও জহিরুল ইসলাম, জামায়াত নেতা আবুল খায়ের,মহিন উদ্দিন মহিন,মোয়াজ্জেম হোসেন দুলাল,সামছুল হক সামু,খন্দকার রাজু, সাবেক ছাত্র নেতা হাফেজ একরাম, মাসুদুর রহমান কোম্পানী সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উপজেলার দক্ষিণাঞ্চলে এই প্রথম বৃহৎ আকারে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করায় হাজার হাজার নারী-পুরুষ দেখার জন্য মাঠের চারপাশে ভিড় জমান। খেলায় দেশ-বিদেশের খেলোয়াড়দের অংশগ্রহণে খেলা প্রাণবন্ত হয়ে ওঠে। খেলায় ১৬ দল অংশ গ্রহন করে।

Share This

COMMENTS