রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় বিএনপির নেতার বসত ঘ‌রে হ‌ামলা ভাংচুর মালামাল লুট আহত-২

ভোলায় বিএনপির নেতার বসত ঘ‌রে হ‌ামলা ভাংচুর মালামাল লুট আহত-২

১১৭ Views

ভোলা প্রতি‌নি‌ধি :: ভোলায় বিএনপির নেতার বসত ঘ‌রে-ছাত্র, যুব ও আওয়ামীলীগের ২৫-৩০ জন সন্ত্রাসীরা হ‌ামলা চালিয়ে ভাংচুর মালামাল লুট ও দুইজনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘ‌টে‌ছে। আহতরা হ‌লেন, জামাল উদ্দিন ও তার স্ত্রী রা‌জিয়া বেগম। তারা ভোলা সদর উপ‌জেলার আলী নগর ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের সা‌চিয়া গ্রামের বিরম সা‌জি বা‌ড়ি বা‌সিন্দা। জনতার প্রতিরোধের মুখে ৪টি সাইকেল মটর ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
শুক্রবার সন্ধ‌্যার দি‌কে আলী নগর ইউনিয়‌নের সা‌চিয়া গ্রামের বিরাম সা‌জি বাড়িতে এ ঘটনা ঘ‌টে।
আহত ও স্থানীয়দের অ‌ভি‌যোগ, শুক্রবার সন্ধ্যার দিকে আলীনগর ইউনিয়নের কামাল, রাসেদ ও মাহমুদুল হাসানের নেতৃত্বে – ছাত্র, যুব ও আওয়ামীলীগের একদল সন্ত্রাসীদল ২৫-৩০টি সাইকেল মটর নিয়ে সদর উপজেলার আলীনগর ইউনিয়নে বিভিন্ন সড়কে সরকার বিরোধী ¯েøাগান দিয়ে মিছিল করে। মিছিলটি ৬নং ওয়ার্ডের বিরাম সাজি বাড়ির সামনে পৌছলে সেখানে বিএনপির নেতা জামাল উদ্দিন বাধা দেন। পরে মিছিল কারীরা রাস্তার উপর সাইকেল মটর থামিয়ে তার উপর হামলা চালায়। সে দৌড়ে বাড়িতে গিয়ে আস্ত্রয় নেয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে তার ঘরের মধ্যে গিয়ে-ঘর,ঘরের আসবাব পত্র ভাংচুর, মালামাল লুট ও তারে স্ত্রী রাজিয়া বেগমসহ তাকে মার পিট করে। প‌রে তার ডাক‌চিৎকা‌রে স্থানীয় প্রতিরোধ করলে ৪টি সটর সাইকেল ফেলে রেখে তারা পা‌লি‌য়ে যায়। এঘটনায় সাথে সাথে আলীনগর ইউনিয়ন বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

Share This