ধামইরহাটে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ‘দৈনিক ভোরের দর্পণ’ পত্রিকার ২৫ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে । গতকাল রাত ৮ টায় ধামইরহাট লোকসাহিত্য কেন্দ্রে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ইউএনও মোস্তাফিজুর রহমান। পরে ধামইরহাট প্রেসক্লাবের সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিতে ও পত্রিকার ধামইরহাট প্রতিনিধি এম এ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন , ‘সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সকল সাংবাদিক সত্য ঘটনা এবং বিষয়ভিত্তিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে এটিই সমাজ প্রত্যাশা করে।’ এবং এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সাধ্যের মধ্যে সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খেলাল এই রব্বানী, জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আবুল বয়ান, গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফয়জুল ইসলাম, ভাতকুন্ডু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক তফিকুল ইসলাম এবং বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতি- সম্পাদক ও সাংবাদিক এবং স্থানীয় সুধীজন। ইউএনও মোস্তাফিজুর রহমান উপস্থিত প্রত্যেককে নিজ হাতে কেক খাইয়ে দিয়ে অনুষ্ঠানকে সাফল্যের উচ্চমাত্রায় যুক্ত করেন।