বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় অবৈধ পলিথিন ও শব্দ দূষণ বিষয়ে মোবাইল কোর্ট; প্রতিষ্ঠান ও দুইটি ট্রাক মালিকের জরিমানা

নওগাঁয় অবৈধ পলিথিন ও শব্দ দূষণ বিষয়ে মোবাইল কোর্ট; প্রতিষ্ঠান ও দুইটি ট্রাক মালিকের জরিমানা

১০৫ Views

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার আরামবাগ কনফেকশনারি নামক একটি প্রতিষ্ঠানে অবৈধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

একই মোবাইল কোর্ট টিম নওগাঁ সদর উপজেলার মসরপুর বাইপাস এলাকায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় দুইটি ট্রাকের নিকট হতে মোট চারশত টাকা জরিমানা ধার্য ও আদায় করে এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করে। এ সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে পরিবেশ অধিদপ্তর নওগাঁ।
নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এর নেতৃত্বে দুটি মোবাইল কোর্টে প্রসিকিউটের হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন। জেলা আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান।

Share This