তাহেরপুরে পুকুর খননের মাটিতে রাস্তার বেহাল দশা’আলমের খুটির জোর কতদুর
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: বাগমরা (ভুমি) কমিশনারের অভিযানের পর সরকারি ঘোষণা অনুযায়ী অবৈধভাবে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ থাকার কথা রয়েছে। কিন্তু আবারোও রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড হরিফলা টু মোহনগনজ রোডে বিভিন্ন প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে অবৈধভাবে পুকুর খনন করে মাহিন্দ্রা ট্রাক্ট দারা মাটি বিক্রি করে পাকা রাস্তা নষ্ঠ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে অবৈধ পুকুর খননকারিদের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় অসহায় হয়ে পড়েছে এই রাস্তা দিয়ে চলাচলকারি ছোট যানবাহন ও পথচারিরা। পুকুর খননের জন্য বিভিন্ন স্থানে মাটি বিক্রি করায় পুনরায় প্রভাব পড়ছে তাহেরপুর পৌরসভার বিভিন্ন সিসি ও পাকা রাস্তার উপরই। ফলে অবৈধ কাকড়ায় মাটি পরিবহন করায় রাস্তা ঘাটের বেহাল দশা দেখা দিয়েছে। পবিহনের সময় এসব কাকড়া থেকে মাটি রাস্তায় পড়ে সেই মাটিতে কাঁদাময় হয়ে পাকা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাস্তা হচ্ছে নষ্ট। রবিবার ভোরে সরজমিনে গিয়ে দেখাগেছে, হরিফলার যোকার বিল নামক স্থানে মৃত নাছের আলীর ছেলে আলম আলীসহ তার ভাইয়েরা মিলে পুকুর খুড়ে অবৈধ কাকড়ায় মাটি পরিবহন করায় সময় এসব কাকড়া থেকে মাটি রাস্তায় পড়ে কাঁদাময় হয়ে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ঠিক সেই সময় একটি পুলিশ কাকড়ায় মাটি পরিবহন করায় সময় দাড়িয়ে থাকতে দেখাগেছে। পথচারি আলমগীর জানায় রাতে সাদা রঙগের একটি মাইক্রোবাস পুকুর খননের যায়গায় এসে ভেকু দালাল ও পুকুর খননকারী আলমের কাছ থেকে মোটা অংকের একটি বান্ডি নিয়ে তারা চলে যাবার পর থেকে প্রকাশ্যে ৫ থেকে ৬টি কাকড়ায় মাটি নিয়ে সরকারের শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা রাস্তা দিয়ে বিভিন্ন গভীর গর্তে মাটি পরিবহন করা হচ্ছে। এরই ফলে কাঁদাময় মাটি কাকড়া থেকে পড়ে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এছাড়াও তাদের বিরুদ্ধে কেউ কোন নিয়মিত মামলা না করায় অবৈধ পুকুর খননকারিদের আইনের ফাঁকফোঁকড় দিয়ে বের হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে পুকুর খননের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে যোকারবিল। এযাবত যতগুলো পুকুর খনন করা হয়েছে তার বেশির ভাগই খনন হয়েছে এখানে। এভাবে চলতে থাকলে একসময় এই পৌরসভায় ফসলি জমির অভাব দেখা দিবে বলে সচেতন মহলেরা জানিয়েছেন। তবুও একশ্রণেীর অসাধু মাটি খেকো অবধৈ পুকুর খননকারীরা রাতের আঁধারে পুকুর খনন করইে চলছে যেনো দেখার কেউ নাই।