বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

৫০ বোতল ফেনসিডিলসহ আটক-১

৩৪ Views

কাজী এনায়েত উল্লাহ, রাজশাহী:

রাজশাহী জেলা ডিবি পুলিশ বাঘায় এক অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গত বুধবার (১১ ডিসেম্বর) বাঘা জোতকাদিরপুর গ্রাম হতে রাতে নাজমুল শাহ (৫৩) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত নাজমুল শাহা (৫৩) বাঘা উপজেলার কাদিরপুর গ্রামের মৃত কাছের উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী জেলার ডিবি’র এসআই মোঃ মাহবুব আলম ও মেহেদিসহ ডিবি পুলিশের একটি টিম রাতে বাঘা পাকুরিয়া বাজার বেলালের মোড়ে মাদক বিরোধী অভিযানে ডিউটি করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাঘা জোতকাদিরপুর গ্রামের আনারুল হোসেন (৩৭) এর দোকান ঘরের সামনে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ মাহবুব আলম ও মেহেদীসহ একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ নাজমুল শাহাকে আটক করে তার দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা বাজার করা ব্যাগের মধ্যে হতে ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

Share This