মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁ জেলা প্রশাসকের দেশ সেরা প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস

নওগাঁ জেলা প্রশাসকের দেশ সেরা প্রতিবন্ধি বিদ্যালয় পরিদর্শন শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস

৯৫ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁয় ক্রমশই বাড়ছে শীত। এ সময় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে অসহায় দুঃস্থদের সহায়তায় এগিয়ে এসেছেন জেলা প্রশাসক। শীতার্ত অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন উন্নয়ন সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল। শীতবস্ত্র বিতরণ শেষে আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকের সাথে কুশল বিনিময় করে বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
গতকাল দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আমবাটী প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, ডাঃ খালিদ সাইফুল্লাহ, সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল, আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখিঁ আক্তার, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ প্রমূখ। এ সময় ১৭০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ( সোয়োটার) বিতরণ এবং বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেইট সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি। সবশেষে জেলা প্রশাসক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন।

Share This