ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন শিক্ষক মোজাহারুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটের প্রবীন শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক(৭৮) আর নেই। ২৮ ডিসেম্বর রাত ১১ টায় গোড়খায়তাড়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ৩য় ছেলে বীর মুক্তিযোদ্ধা মোজাহারুল হক শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে.. রাজেউন। প্রবীন এই শিক্ষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ২৯ ডিসেম্বর বিকেল ৩ টায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এ সময় ওসি রাইসুল ইসলাম, জেলা পুলিশ এস.আই মো. ইউসুফ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রনাঙ্গনের সহযোদ্ধাদের বরাত দিয়ে মরহুমের জ্যৈষ্ঠপুত্র সাবেক কাউন্সিলর মুক্তাদিরুল হক মুক্তা জানান, তার বাবা জীবদ্দশায় নওগাঁ কেডি স্কুল থেকে এসএসসি, পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি ও বগুড়া আজিজুল হক কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (বিএসসি) হিসেবে কর্মজীবন অতিবাহিত করেছেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।