ধামইরহাটে আইডিয়াল মাদরাসার সুধী সমাবেশ অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে আইডিয়াল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার পূর্ব বাজারস্থ সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় সুধী সমাবেশে এলাকার কৃতি সন্তান ব্যাংকার আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এমম ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মো. জাহাঙ্গীর আলম, নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ সানাউল্লাহ্ নূরী, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, বিএনপি নেতা মো. হানজালা, এমএ ওয়াদুদ, প্রভাষক আব্দুর রাজ্জাক রাজু, সহকারি অধ্যাপক জয়নুল আবেদীন, অত্র মাদরাসার সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দীক, অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, পরিচালক সাইফুল ইসলাম, ইলিয়াস হোসাইন, উপদেষ্টা আমজাদ হোসেন প্রমুখ। সবশেষে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।