নওগাঁয় শব্দসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নিয়ে শব্দ দূষণ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৮ ডিসেম্বর) সকাল শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প ও নওগাঁ পরিবেশ অধিদপ্তরের আয়োজনে নওগাঁ সদর উপজেলার সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমী হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব।
সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ ইকবাল সাইদুল কবিরের সভাপতিত্বে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ তারেক হোসেন, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ওয়াজেদ আলী প্রমূখ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বক্তারা শব্দ দূষণ আইন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং শব্দ দূষণ এর কুফল সহ প্রশিক্ষনার্থীদের শব্দ দূষণ জনিত অপরাধ থেকে বিরত থাকতে পরামর্শ প্রদান করা হয়। এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিষয়ক সচেতনতা বৃদ্ধি ব্যপারে আলোচনা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।