বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নানা আয়োজনে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা আয়োজনে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০ Views

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি । বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ) বিকেলে খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, গুইমারা, রামগড়, লক্ষীছড়ি এ উপজেলা ছাড়া রাঙামাটিরকুদুকছড়ি, কাউখালী, নান্যাচর, বাঘাইছড়িসহ বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে উক্ত কর্মসূচি পালন করা হয়।

দলীয় পতাকা উত্তোলন, অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শিশু র‌্যালী, শিশু-কিশোরদের কুচকাওয়াজ, আলোচনা সভা, চা-চক্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেন্দ্রী নেতারা বলেন, ক্ষমতা আঁকড়ে থাকার মতলবে দীর্ঘ দেড় দশক ধরে সকল ধরনের কলা-কৌশল প্রয়োগ করেও ফ্যাসিস্ট হাসিনার শেষ রক্ষা হয়নি। পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন চালিয়ে আমাদের লড়াই সংগ্রাম স্তব্ধ করা যাবে না।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন স্থানে পোস্টারিং, দেওয়াল লিখন, গ্রাফিতি অঙ্কন, দৃষ্টিগ্রাহ্য স্থানে ব্যানার-ফেস্টুন টাঙানো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জনসেবামূলক কাজ যেমন সেতু-সাঁকো নির্মাণ, ধানকাটায় সহায়তা, রাস্তা সংস্কার কর্মসূচি পালিত হয়েছে।

Share This