শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার  ১       

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার  ১       

 নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রাম থেকে গাঁজাসহ এক মাদক কারবারী কে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মো. রফিকুজ্জামান (৩৮) নামে ওই ব্যক্তি কে ৪শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদক কারবারী ওই গ্রামের মৃত- আব্দুল আলীর ছেলে রফিকুজ্জামান কে গাঁজাসহ আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে হস্পতিবার (২৮ এপ্রিল) সকালে
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরির্দশক (এস আই) সঞ্জিব ঘোষ বলেন, আসামির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মামলার বিষয় টি নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS