বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান আর নেই

ঘোড়াঘাটে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান আর নেই

১৭ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দৈনিক ইত্তেফাক,দৈনিক করতোয়া ও দৈনক উত্তর বাংলা পত্রিকার ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি ও ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান (৭৪) মারা গেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে তার নিজ বাড়িতে মারা যান। তিনি দীর্ঘদিন থেকে লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে রেইনবো নামে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়ে আআœীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলার রানীগঞ্জ বাজারের দক্ষিণ দেবীপুরে প্রথম জানাযা ও বাদ যোহর পৈত্রিক নিবাস কৃষ্ণরামপুর গ্রামে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। সাংবাদিক জিল্লুর রহমান দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া ও দৈনিক উত্তর বাংলা’র ঘোড়াঘাট প্রতিনিধির পাশাপাশি ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে ঘোড়াঘাট প্রেস ক্লাবে ও প্রেস ক্লাবের সকল সাংবাদিক গভির ভাবে শোক ও দুঃখ প্রকাশ করছি। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভির ভাবে সমবেদনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ।

Share This