বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মধুখালীতে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে এনজিও কর্মীর উপর হামলা-জখম ২

মধুখালীতে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে এনজিও কর্মীর উপর হামলা-জখম ২

১১ Views

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ৩ মার্চ ২০২৫খ্রি. সোমবার : মধুখালীতে রাস্তায় সাইকেল রাখাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় অগ্রসর সমবায় সমিতি নামে স্থানীয় এক এনজিও‘র দুইকর্মীর আহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধায় মধুখালী উপজেলার বাগাট বাজারে। হামলায় আহতরা হলেন অগ্রসর সমবায় সমিতির পরিচালক মো.মিলন শেখ এবং ওই এনজিও‘রকর্মী মো. মোতালেব শেখ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, বাগাট বাজারে অবস্থিত অগ্রসর সমবায় সমিতির পরিচালক মো.মিলন শেখের সাথে পাশেই কাটাখালী এলাকার নির্মাণ শ্রমিক মো. ইমদাদুলের বিরোধ চলে আসছিল। রবিবার সকালে একটি মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মিলন ও ইমদাদুলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রবিবার সন্ধায় ইফতার এর সময় প্রতিপক্ষ এমদাদুলসহ ৩/৪জনের একটি দল মিলন শেখ ও মোতালেব শেখের উপর হামলা চালায় এতে মিলন শেখ ও মোতালেব শেখ গুরুত্র জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এবিষয়ে নির্মাণ শ্রমিক ইমদাদুলের পক্ষ থেকে দাবী করা হয় সকালে বাগাট ঘোষপাড়া একটি নির্মাণ কাজের জন্য ঢালাই মেশিন রাখি। ওই খানে মিলনের ম্যানেজার মোটরসাইকেল রেখে যান। মোটরসাইকেল সরাতে বললে ইমদাদুলের মধ্যে দুজনের হাতাহাতিতে অঙ্গুল ভেঙ্গে দেয়। পরে বিকালে আমাদের লোকজন বাজারে গেলে আবার ধাওয়া করে মিলনের পক্ষের লোকজন এর পর সন্ধায় ইমদাদুলের লোকজন তাদের উপ হামলা চালায়।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান জানান, এনজিওটির পরিচালক মিলন শেখের সাথে একই উপজেলার কাটাখালী এলাকার নির্মাণা শ্রমিক মো.ইমদাদুলের বিরোধ চলে আসছিল। রবিবার সকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধার দিকে ৩/৪জনে হামলা চালিয়ে মো. মিলন শেখ ও মো. মোতালেব শেখকে আহত করেন। এব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
সিনিয়র সহকারি পুলিশ সুপার মধুখালী সার্কেল মো. ইমরুল হাসান জানান, ঘটনার খবর পেয়েই রবিবার সন্ধায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারি একটি মোটরসাইকেল রাখা নিয়ে রবিবার সকালে বাকবিতন্ডা বা হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধায় ইমদাদুলসহ ৩/৪জন হামলা চালায়। মিলন শেখ ও মোতালের শেখ জখম হন।
এ দিকে এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে সোমবার দুপুর ১২টার দিকে বাগাট বাজার ব্যবসায়ী ও এলাকা বাসীর ব্যানারে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারা দোষীদের ২৪ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন।

Share This

COMMENTS