বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোলায় যৌথ অ‌ভিযা‌নে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন আটক

ভোলায় যৌথ অ‌ভিযা‌নে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ একজন আটক

১১ Views

ভোলা প্রতি‌নি‌ধি : ভোলায় কোস্টগার্ড, পু‌লিশ ও মাদক দ্রব‌্য নিয়ন্ত্রন অ‌ধিদপ্তর যৌথ অ‌ভিযান চা‌লি‌য়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ মোঃ না‌জিম উদ্দিন (৪০) না‌মে একজন‌কে ‌ আটক ক‌রে‌ছে। এসময় তার ক‌াছ থে‌কে দুইটি দেশীয় অ‌গ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও এক‌টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত না‌জিম উদ্দিন ভোলা সদর উপ‌জেলার বাপ্তা ইউনিয়‌নের ২ নম্বর ওয়া‌র্ডের মধ‌্য বাপ্তা এলাকার বা‌সিন্দা।
সোমবার বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের স্টাফ অ‌ফিসার অপা‌রেশন লে. সা‌ব্বির আহ‌মেদ জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রবিবার রা‌তে ভোলা সদ‌রের মধ‌্য বাপ্তা এলাকার তার বা‌ড়ি‌তে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের নেতৃ‌ত্বে পু‌লিশ ও মাদক দ্রব‌্য অ‌ধিদপ্তর যৌথ অ‌ভিযান চালান। ওই সময় ২‌টি আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ ও এক‌টি দেশীয় অস্ত্রসহ কুখ‌্যাত সন্ত্রাসী মোঃ না‌জিম উদ্দিন‌কে আটক করা হয়। আটককৃতর বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য ভোলা ম‌ডেল থানায় হস্তান্তর করা হবে।

 

Share This

COMMENTS