সিরাজগঞ্জে গোসলে নেমে পানিতে ডুবে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
৫ Views
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া ৩ শিক্ষার্থীর মধ্যে দুইজনের মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দল। এর আগে, নিখোঁজের চার ঘণ্টার মাথায় শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিখোঁজ অপর শিক্ষার্থী রাফিন ইসলাম (১৫)’র মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই এলাকা থেকে নিখোঁজ বাকি দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া স্কুল শিক্ষার্থীরা হলেন, সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৬) ও বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫)। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। রোববার দুপুরে সারজিল ও কৃষ্ণ নিয়োগীর মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের সাথে তার পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে যায়। পরে তারা ছয়জন বিকেলের দিকে স্থানীয় ফুলজোড় নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে তিন বন্ধু নদীতে ডুবে যায় এবং অপর তিন জন সাঁতরে উঠে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাফিন ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, নিখোঁজের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। অভিযান চলাকালে শনিবার একজনের মরদেহ উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে নিখোঁজ আরও দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পেতে বেগ পেতে হয়েছে। ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরি টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর পরে নিখোঁজ ৩ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, নিখোঁজের পর থেকেই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ নিখোঁজদের স্বজনেরা ঘটনাস্থলে ছিল। উদ্ধার হওয়ার পর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।