সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ৩জন মোটরসাইকেল আরোহী নিহত

সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ৩জন মোটরসাইকেল আরোহী নিহত

৮৫ Views

মোসাব্বর  হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ 

বগুড়ার আদমদীঘির সান্তাহারে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশ হাটি নওগাঁ-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জোয়ালমাঠাই এলাকার জিয়াউর রহমানের ছেলে নেওয়াজ (২০), একই উপজেলার ডিমশহর কনকাই এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯) ও
কাহালু উপজেলার কাজিপাড়া এলাকার মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

এসব তথ্য নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক।

পুলিশের এই কর্মকর্তা জানান, রবিবার রাতে তিন মোটরসাইকেল আরোহী নওগাঁ বাণিজ্য মেলা থেকে দুপচাচিয়ায় নিজ বাড়িতে ফিরছিল। পথেমধ্যে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় নওগা-বগুড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক আলু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Share This