বৃহস্পতিবার, ৩০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্মী সম্মেলন সফল করতে কালাইয়ে জামায়াতের মিছিল

কর্মী সম্মেলন সফল করতে কালাইয়ে জামায়াতের মিছিল

৭৩ Views

রনি আকন্দ (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাট জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে দীর্ঘ দিন পরে জেলার কালাই উপজেলায় মিছিল ও পথসভা করেছে উপজেলাজামায়াতে ইসলামী। জেলা জামায়াতের কর্মী সম্মেলনে যোগ দিতে আগামী ৩০ জানুয়ারি জয়পুরহাটে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে ব্যাপক সারা ফেলেছে কালাই উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন। প্রচার প্রচারণায় নানা কর্মসূচী পালন করছেন বিভিন্ন ইউনিযন ও পৌর জামায়াতের নেতা কর্মীরা।

মঙ্গলবার (২8 জানুয়ারি) বিকেলে কালাই বাসট্যান্ড চত্বর থেকে বিশাল একটি মিছিল বের হয়ে পরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রীছাউনিতে  এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় নেতা কর্মীরা জামায়াত আমিরের আগমনে স্বাগত জানিয়ে দলীয় ও ইসলামী বিভিন্ন স্লোগান দেন।  মিছিল ও সংক্ষিপ্ত পথসভায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন, কালাই উপজেলা জামায়াতের আমির মো.মুনসুর রহমান,  উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. আব্দুল আলিম, পৌর আমির মাওঃআব্দুল হান্নান, পৌর সেক্রেটারী মো.রফিকুল ইসলাম, নায়েবে আমির মো.তাইফুর রহমান ফিতা, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওঃ মো.মোজাফ্ফর হোসেন প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- কালাই উপজেলার বিভিন্নইউনিয়নের জামায়াতের আমীর, সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের নেতাকর্মী এবং কর্ম পরিষদের সদস্য এতে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।

সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেনদীর্ঘ সাড়ে ১৫ বছর জালিমেরা জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন করেছে। যারা জুলুম নির্যাতন করেছে তারাই পালিয়েছে। তাই  আগস্টের পরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি।  দেশে আর কোন জালিমদের ঠাই হবে। আর কাউকে জুলুম নির্যাতনটেন্ডারবাজীচাঁদাবাজি করতে দেওয়া হবে না। পরিশেষে আগামী ৩০ তারিখে জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সকলের প্রতি আহবান জানান তারা।

Share This