বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিলে বিষ প্রয়োগ-প্রায় কোটি টাকার মাছের ক্ষতি সাঁথিয়ায় মাছের সাথে এ কেমন শত্রæতা!

বিলে বিষ প্রয়োগ-প্রায় কোটি টাকার মাছের ক্ষতি সাঁথিয়ায় মাছের সাথে এ কেমন শত্রæতা!

Views

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সরকারি ইজারাকৃত সোনাই বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় কোটি টাকা মুল্যের শতশত মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার গৌরীগ্রাম ও নন্দনপুর ইউনিয়নের সোনাই বিলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

অভিযোগে জানা গেছে,সাঁথিয়া উপজেলায় প্রায় ৭৫একর জমি নিয়ে সরকারী একটি বিল কল্যাণপুর মৎজীবি সমবায় সমিতি প্রায় ২০ লক্ষ টাকা দিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে ইজারা নেয়। তারা ওই বিল এলাকার বেকার যুবকদের নিয়ে বিলুপ্ত প্রায় দেশীয় মাছ উৎপাদন ও রক্ষাণাবেক্ষণে অংশ নেয়। দীর্ঘদিন সেখানে তারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে পোনা উৎপাদনসহ নানা প্রজাতির মাছ ছাড়ে ওই বিলে। শনিবার দিবাগত গভীর রাতে দুস্কৃতিকারীরা বিলে গ্যাস ট্যাবলেট ও বিষ প্রয়োগ করে সমস্ত মাছ মেরে ফেলে। বিষ প্রয়োগের ফলে বিলের শোল, টাকি, শিং, বাইন, ভেদা, রুই, কাতল, জাপানি রুইসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মরে ভেসে উঠেছে এবং ৎকিছু মাছ মরে পঁচে ডুবে রয়েছে।

সরজমিন সোনাই বিলে গিয়ে দেখা যায়, বিলের পাড়ে গ্যাসট্যাবলেট পড়ে রয়েছে। মাছ মরে সব ভেসে উঠেছে। স্থানীয়রা ওই পানি থেকে পঁচা মরা মাছ মেরে নিয়ে যাচ্ছে। এ সময় বিলের মৎস্য উৎপাদনকারী ও ইজারাদার কল্যাণপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আক্কাস আলীসহ এলাকার যুবক সাইফুল, রিপন,আসাদুল, আলীম জানান, আমরা এলাকার কতিপয় বেকার যুবকেরা মিলে দেশীয় মাছ উৎপাদন ও রক্ষণাবেক্ষনের জন্য লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করি। যখন ঠিক মাছটা মারবো, বিক্রি করবো ঠিক সেই মূহুর্তে দুস্কৃতিকারীরা আমাদের এতবড় ক্ষতিটা করলো। এটা শুধু আমাদের ক্ষতিই নয় এরা দেশেরও ক্ষতি করলো। সাইফুল ইসলাম বলেন,বিষয়টা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি ।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This

COMMENTS