শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মির্জা ফখরুল ইসলাম
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২২ ডিসেম্বর) বোদা উপজেলার সাকোয়া মাঠে বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপির ‘সবার আগে বাংলাদেশ, সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মানে’ আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে গিয়েছে, আওয়ামীলীগের নেতারাও পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও চুপ করে বসে নেই। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর পায়তারা করছেন। এজন্য বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্য ও সম্প্রীতির সমাবেশ করছি। হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান একসঙ্গে স্বাধীনতাকে সুসংহত করতে কাজ করছি। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
তিনি আরো বলেন, আমরা একাত্তরকে ভুলে যেতে পারিনা, একাত্তরে স্বাধীন দেশের জন্ম হয়েছে, আমরা নতুন পরিচয় পেয়েছি, একটি নতুন ভুখন্ড তৈরী করতে পেরেছি, সুযোগ সৃষ্টি করতে পেরেছি সেটিকে কাজে লাগাতে হবে। আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের নতুন একটি সুযোগ সৃষ্টি করেছে। আমরা আমাদেরকে দেশটাকে গনতান্ত্রিক পদ্ধতীতে গড়ে তুলবো।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কন্ঠ শিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মির্জা ফয়সাল, ব্যারিষ্টার নওশাদ জমির এবং জেলা বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ।
সমাবেশে বিএনপির নেতা কর্মীদের ঢল নামে। কানায় কানায় পরিপূর্ণ হয় সাকোয়া স্কুল এন্ড কলেজ মাঠ।