শার্শা সীমান্তের ইছামতি নদী দুই ব্যাক্তির মরদহে উদ্ধার
শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শার পাচভুলট সীমান্তে বাংলাদেশ-ভারত শূন্যরেখা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে সীমান্তের ইছামতি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিজিবি পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ নদীর পাড়ে ফেলে গেছে। খুলনা ২১বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আনোয়ার জানান, সীমান্তের শূন্যরেখা ইছামতি নদী‡Z উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে ছিলো।অপর এক খবরে জানা গেছে পুটখালী ইউনিয়নের চরের মাঠ এলাকায় গুলি বিদ্ধ হয়ে দিঘীর পাড়ের আরিফ মোড়লের পুত্র রহস্য জনক ভাবে বাড়ি আনার পরে মৃত্যু বরণ করে। নহিত দুই ব্যাক্তি লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।