বুধবার, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেরন্স নীতি ঘোষণা ঘোড়াঘাটে (ওসি) মোহাম্মদ নাজমুল হক

মাদকের বিরুদ্ধে জিরো টলারেরন্স নীতি ঘোষণা ঘোড়াঘাটে (ওসি) মোহাম্মদ নাজমুল হক

৭১ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট কশিগাড়ী (সোনারপাড়া) মানবকল্যান পরিষদ এর সদস্যরা মাদক বিরোধী জনসচেতনমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৪ ডিসেম্বর রাত আনুমানিক ৭ টার সময় কাওছার (২৮) নামক মাদকসেবীকে ৩ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে (ওসি) সাহেবকে মুঠোফোনে জানালে তিনি ফোর্সের মাধ্যমে আসামীকে আটক করে থানা  হাজতে নিয়ে যান। ১৫ ডিসেম্বর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে এক মাসের সাজা প্রদান করা হয়। এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ বলেন, সব অপরাধের মূল হেতু হলো মাদক। এই মাদকের জন্যই সমাজে প্রতিনিয়ত চুরি,ছিনতাই, ডাকাতি ও খুন-খারাবির মতো ঘটনা ঘটে খাকে। মাদক নিমূলে আপনারা (স্থানীয়রা) যে অভিযান চালিয়েছেন, তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। কারণ মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্বব নয়। তিনি কশিগাড়ী  (সোনারপাড়া) মানব কল্যান পরিষদের সকল সদস্যকে প্রশাসনকে সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share This