শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বীরগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‌্যালী

বীরগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‌্যালী

Views

খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলা কৃষকদলের আয়োজনে বীরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে শেষ হয়। এরপর হয় সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপি’র প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সদস্য, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মনজুরুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সদস্য সুভাষ দাস। এসময় পৌর বিএনপির
সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মাজু,যুগ্ম সাধারণ সম্পাদক,শওকত জুলিয়াস জুয়েল,কোষাধ্যক্ষ ও যুবদলের সহ গণ শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম কণি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, যুগ্ন আহ্বায়ক ফজলে আলম শাহীন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার, সদস্য সচিব তানভীর চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান চৌধুরী আকাশ, কৃষক দলের আহবায়ক ফজলে আলম শাহীসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম বলেন, স্বৈরশাসক শেখ হাসিনা বিদায় নিয়েছে, বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়েছে, আওয়ামী লীগের সাথেও শেখ হাসিনা বিশ্বাসঘাতকতা করেছে, রাজপথে তাদের ক্যাডার বাহিনী দিয়ে ছাত্র ছাত্রীদের হত্যা করেছে, আগুনে পুড়িয়ে হত্যা করেছে, আয়না ঘর সৃষ্টি করেছেন, তাদের অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

Share This

COMMENTS