রাজশাহীতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মহিলা পরিষদের মতবিনিময়
নাজিম হাসান,নিজস্ব প্রতিবেদক রাজশাহী :
নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মাণ করি এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ পালন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকালে মহানগরীর সিপাইপাড়ায় স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি শাহনাজ বেগম। প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু, হাই কেয়ার স্কুলের শিক্ষিকা শফিকুন নাহার,আফরোজা বেগম, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহারিয়ার মনন, রাজশাহী কলেজের ছাত্র তৌফিক ফরহাদ প্রমূখ। সভাটি পরিচালনা করেন,মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। এসময় বক্তারা বলেন, নারী ও কন্যা শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকহারে বেড়েছে। যা মিডিয়ার সহায়তায় এখন সকলেই বিষয়গুলি জানতে পারছে। ঘটনা গুলো বিশ্লেষণ করলে দেখা যায়, পরিবারের পরিমন্ডলেই নারী ও কন্যাশিশুরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। সাধারণ জনগণ এবং আপনাদের সহায়তায় এখনই প্রতিরোধের কাজ শুরু করতে হবে পরিবার থেকে।