বাগমারায় গণঅভ্যুত্থানে হতাহতদের স্মরণে দোয়া ও স্মরণসভা
নাজিম হাসান,নিজস্ব প্রতিবেদক রাজশাহী :
রাজশাহীর বাগমারা উপজেলায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম,আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও বিএনপি’র নেতা ডিএম শাফিকুল ইসলাম শাফি,বাগমারা প্রেস ক্লাবের আহবায়ক আকবর আলী প্রমুখ। এসময় সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ছাত্ররা বৈষম্য নিরসনে ও মুক্তির নেশায় বুকের তাজা রক্ত দিয়ে পুনরায় দেশ স্বাধীন করেছিলো। আমরা গভীর শ্রদ্ধাভরে নিহতদের স্মরণ করছি। এছাড়া স্বৈরাচার হঠাও ওই আন্দোলনে অনেক ছাত্রীদের উপর চরাও আক্রমন করেছে। বাবার মুখ দেখার আগেই অনেক শিশুকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।পরে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।