এক ঘুসিতেই প্রাণ গেল কিশোরের
সিলেট: সিলেটে এক কিশোরের ঘুসিতে প্রাণ হারিয়েছে আরেক কিশোর। সোমবার রাত ৮টার দিকে নগরীর লালদিঘীরপাড় অস্থায়ী হকার মার্কেটে এ ঘটনা ঘটে। সোমবার (২ ডিসেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় ওসি মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত কিশোর মো. জাহিদ খান (১৩) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় ফরহাদ (১৬) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ফরহাদ মহানগরের লামাপাড়া বাদশা মিয়ার কলোনির বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।
মার্কেটের ব্যবসায়ীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুই কিশোরের মধ্যে নিহত কিশোর চায়ের দোকানের কর্মচারী। আটক কিশোর মাছের দোকানের কর্মচারী। তারা দুজন পানি আনতে গেলে একে অন্যকে কিল ঘুসি দিয়ে খুনসুঁটি করে। এমন সময় স্পর্শকাতর স্থানে ঘুসি লাগলে কিশোর জাহিদ মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ নামের এক কিশোরকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেট। ।