বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জ মরহুম আব্দুল লতিফ প্রধান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ মরহুম আব্দুল লতিফ প্রধান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৭৯ Views

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মরহুম আব্দুল লতিফ প্রধান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শ্রীমুখ-কেশবপুর তরন যুব সংঘের আয়োজনে শ্রীমুখ ইটভাটা মাঠে অনুষ্ঠিত এ খেলার ঘোরাঘাট কিংস ফুটবল দলকে ট্রায়বেকারে ৪-১ গোলে পরাজিত করে সান্তাহার ফুটবল একাডেমি বিজয়ী হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক এ কে এম রাহেনুল ইসলাম জুয়েল। এতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ-সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ অধ্যাপক আমিনুল ইসলাম,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যু¤œ সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,অবসরপ্রাপ্ত ফ্লাইট ইঞ্জিনিয়ার জাহাঙ্গী আলম, দুদকের অবসরপ্রাপ্ত অফিসার মোজাম্মেল হক, কোচাশহর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম,পৌর বিএনপির সদস্য মনোয়ার হোসেন রাজু,গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক সৈয়দ আল আমিন রনি, গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য সচিব মনির হোসেন সরকার,মালেক ও আমিনুল ইসলাম গ্যামেল মেম্বর। পরে অতিথিরা বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

Share This