সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

রাজারহাটে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত

৬৯ Views
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাটে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতৃবৃন্দের দক্ষতা বৃদ্ধি বিষয়ক তিন দিন ব্যাপি ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভাটি অনুষ্ঠিত হয়। আয়োজনে শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের নিয়ে তিন দিন ব্যাপী ওরিয়েন্টশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ রোকনুল ইসলাম।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হাজীপাড়া জামে মসজিদের ইমাম রিফাত আহমেদ, সোলাগাড়ী জামে মসজিদের ইমাম গোলাম হক্কানী, সিতলীর পাঠ দূর্গা মন্দির এর পুরোহিত শী শচীন্দ্র নাথ বর্মন সহ আরো অনেকে।
আরো বক্তব্য রাখেন- এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফ্যাসিলিটেটর মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে ৭টি ইউনিয়নের ১৭ জন ইমাম ও ৩ জন পুরোহীত অংশ গ্রহণ করেন।
Share This

COMMENTS