সেনবাগে ৭০ জন লিজ গ্রহীতার হাতে ডিসিআরের কপি হস্তান্তর
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি: ভ‚মি সেবা প্রদানের অংশ হিসেবে সেনবাগে ৭০ জন লিজ গ্রহীতার দোকানে দোকানে গিয়ে লিজের ডিসিআরের কপি হাতে হাতে পৌঁছে দিয়েছেন,সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম । মঙ্গলবার দুপুরে তিনি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সির হাট বাজারে বি.এস ৮৫নং উত্তর ইয়ারপুর মৌজার সরকারি খাসের জায়গায় ব্যবসা করার জন্য ৭০ জন ব্যবসায়ীকে জেলা প্রশাসক নোয়াখালী কর্তৃক বন্দোবস্ত একসনা বন্দোবস্তের লীজমানি নবায়নের রসিদ(ডিসিআর) মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভ‚মি মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে ভ‚মি অফিসে লোকজন সরে জমিনে এসে লিজ গ্রহীতাতের হাতে হাতে ডিসিআরের কপিগুলো হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন, কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান, আনোয়ার হোসেন বাহার,স্থানীয় ১নংওয়ার্ড মেম্বার কাজী আবু ছালে ওয়াসিম, ইউনিয়ন ভ‚মি উপ-সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির,সেনবাগ পৌর ভ‚মি অফিস নাজির নুর উদ্দিন, সার্টিফিকেট পেশকার মো: হেদায়েতুল ইসলাম, সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী প্রমুখ।