বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজারহাটে প্রধান শিক্ষকের অপসারণ ও বাড়ি উচ্ছেদের দাবিতে মানব বন্ধন

রাজারহাটে প্রধান শিক্ষকের অপসারণ ও বাড়ি উচ্ছেদের দাবিতে মানব বন্ধন

২০৯ Views

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি \ কুড়িগ্রামের রাজারহাটের সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। বিদ্যালয়ের জমিতে স্থাপিত প্রধান শিক্ষকের বাড়ি উচ্ছেদ সহ তার অপসারণ দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
মানব বন্ধনকারীরা অভিযোগ করেন,উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়ম-দুর্নীতির সাথে জড়িয়ে প্রতিষ্ঠানটি ধ্বংসের দাড়প্রান্তে ঠেলে দিয়েছেন। বিদ্যালয়ের নামীয় ১৫শতাংস জমি দখল করে তিনি নিজের বসত বাড়ি স্থাপন করেছেন। ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয় পত্রে বয়স কমিয়ে নিজের বোনকে উক্ত বিদ্যালয়ের আয়া পদে নিয়োগ প্রদানের অভিযোগ করেন তারা। এছাড়া চায়না বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামীয় জমিকে পরবর্তী সময়ে জালিয়াতির মাধ্যমে সরকারবাড়ি উচ্চ বিদ্যালয়ের জমি দেখিয়ে বিদ্যালয় প্রতিষ্ঠারও অভিযোগ করেন।
পরে প্রতিবাদ সভায় বক্তব্য দেন,স্থানীয় ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ন সম্পাদক শহীদুল ইসলাম,শিক্ষার্থী অভিভাবক রফিকুল ইসলাম,আব্দুল হাই,ছাত্র নেতা জোয়াদ হোসেন,স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাছান,সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ রাকিব সহ অনেকে। শেষে তারা এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেন।#

Share This

COMMENTS