শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরলে সীমান্তে মানব পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

বিরলে সীমান্তে মানব পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

৪২ Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর) \ দিনাজপুরের বিরলে সীমান্তে মানব পাচারকারীসহ ৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৮ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন কাড়োলিয়াপাড়া নামক স্থানের এনায়েতপুর বিওপি’র সীমান্ত পিলার ৩২১/৪-এর নিকটবর্তী আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশী কিছু নাগরিক বাংলাদেশ হতে ভারতে অবধৈভাবে পারাপারের সময় বিজিবি’র একটি টহলদল ৩ জনকে চ্যালেঞ্জ করে আটক করতে সক্ষম হয়।
আটকৃতরা হলেন- একই ইউনিয়নের বামনগাঁও গ্রামের মহেশ চন্দ্র সরকার এর ছেলে গৌতম চন্দ্র সরকার (৪২), একই উপজেলার ৪ নং শহরগ্রাম ইউনিয়নের সেনগ্রামের ভুপেন্দ্র নাথ এর ছেলে জীবন কুমার রায় (১৯) ও একই গ্রামের কালু রায় এর ছেলে চয়ন কুমার (১৯)। আটককৃতদের বিরল থানায় সোপর্দ করা হয়েছে। এর মধ্যে গৌতম চন্দ্র সরকার (৪২) এক মানব পাচারকারী বিষয়টি দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে।

Share This

COMMENTS