মঙ্গলবার, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

যশোরে আরো ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত

যশোরে আরো ১৩ ডেঙ্গু রোগী শনাক্ত

Views

ইয়ানূর রহমান : যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে ১৫ জন নতুন রোগী শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, বেশি ঝুঁকিতে রয়েছে অভয়নগর ও ঝিকরগাছা উপজেলা । জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েই চলেছে ভর্তি রােগীর সংখ্যা।

যশোর জেনারেল হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন জ্বরে আক্রান্ত হয়ে অর্ধশত রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু ধরা  পড়েছে ২০ জনের। এদের কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন আবার কেউ বাড়িতে চিকিৎসা  সেবা নিচ্ছেন। এছাড়া, জেলার বিভিন্ন বেসরকারি হাসপিটাল ও ক্লিনিকেও বাড়ছে  ডেঙ্গু রোগীদের চাপ।

স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে, গত ২৪ ঘন্টায় জেলায় ১৩ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।  চলতি বছরের আজ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪৪২ জন হলেও সুস্থ হয়েছে ৩৮৪ ও মৃত্যু হয়েছে দু’জনের। বর্তমানে হাসপাতালে ভর্তির রয়েছেন ৩৭ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে ১০, অভয়নগরে ১৭,  বাঘারপাড়ায় ১, ঝিকরগাছায় ৫ ও কেশবপুরে ৪ জন রয়েছে।#

Share This

COMMENTS