মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্নীতি মামলায় যশোরের সাবেক ডিসি মুহিবুল হক আটক

দুর্নীতি মামলায় যশোরের সাবেক ডিসি মুহিবুল হক আটক

Views

ইয়ানূর রহমান : যশোরের আদালত দুদকের মামলায় আটক দেখিয়েছেন সাবেক ডিসি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হককে । আজ ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যৈষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব তাকে আটক দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ২৮ জানুয়ারি মুহিবুল হককে আটক দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। আদালত আটক দেখানোর বিষয়ে শুনানির জন্য ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। পরে আদালত আটক দেখানোর আবেদন
মঞ্জুর করেন।

২০২৪ সালের ২০ নভেম্বর রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুল হককে গ্রেফতার করে পুলিশ। যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আরও কয়েকটি  মামলায় গ্রেফতার দেখানো হয়।#

Share This

COMMENTS